Site icon CPI(M)

Chili: The Escalation Once Again

cold-war-chile

ওয়েবডেস্ক প্রতিবেদন

অনেকটা গল্পের মতোই পুনরুত্থান! চিলিতে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে। গণভোটে মানুষ রায় দেবেন দেশের নতুন সংবিধান রচনায় সংসদের ভিতরে তাদের প্রকৃত প্রতিনিধি কারা হবেন।

সেই ভোট হয়েছে।

মানুষের রায় প্রকাশ পেতে শুরু হয়েছে গতকাল থেকেই।

এখনও অবধি প্রকাশিত ফলাফলে স্পষ্ট হয়ে গেছে চিলিতে ক্ষমতাসীন দক্ষিনপন্থাকে বিরাট অংশের মানুষই খারিজ করেছেন, ৯০ শতাংশ ভোট গণনা হয়ে গেছে।

ক্ষমতাসীন দলের প্রয়োজন ছিল তিনভাগের একভাগ ভোট।

চিলিতে দক্ষিনপন্থী রাজনীতি সেইটুকু সমর্থন আদায় করতে ব্যার্থ হয়েছে।

মানুষের রায়ের বেশিরভাগই বামপন্থীদের এবং নির্দল প্রার্থীদের পক্ষে গেছে।

আরও একবার প্রমান হল আগ্রাসী দক্ষিনপন্থার রাজনীতি যতই কৌশল নিক, একজোট হওয়া মানুষ চাইলে জনগণের স্বার্থরক্ষা হবেই, জনগণকে কেউ পরাজিত করতে পারবে না।

সুত্রঃ রয়টার্স

Spread the word