Site icon CPI(M)

Joint letter

25 April 2020,

<br><br>

কোভিড – ১৯ সংক্রমণের মোকাবিলায় লকডাউনের এক মাস অতিক্রান্ত , এই পরিস্থিতিতে রাজ্যে চলতে থাকা পত্র যুদ্ধের থেকে ব্যতিক্রমী ভাবেই রাজ্যের মানুষের জরুরী অসুবিধার বিষয় গুলি বিবেচনায় আনতে মুখমন্ত্রী কে যৌথভাবে আবার চিঠি দিলেন বাম পরিষদীয় দল ও কংগ্রেস পরিষদীয় দল।

চিঠিতে মূলত: তিনটি বিষয় গুরুত্ব আরোপ করা হয়,

১) সর্বদলীয় বৈঠকে বামপন্থীদের
উত্থাপিত দাবি মত , যাদের রোজগার এই লক ডাউনের সময় প্রায় বন্ধ সেই সমস্ত ক্ষেত মজুর,দিন মজুর,প্রাইভেট টিউটর ইত্যাদি মানুষদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ২০০০ টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করার কথা বলা হয়েছে।

২) ‘প্রচেষ্টা প্রকল্প’ কে বাস্তব রূপ দেওয়ার জন্য,
ক) সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে, অনলাইন apps চালু করা।
খ)NSAP ও SSY দের এই প্রকল্পে যুক্ত করা হোক।
গ)’প্রচেষ্টা প্রকল্পে’ নূন্যতম তিন মাসের জন্য ২০০০ টাকা আর্থিক সাহায্যের দাবি করা হয়।


৩) পরিযায়ী শ্রমিক, অসংগতি শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার যাতে ৭৫০০ টাকা আর্থিক সাহায্য করে তার জন্য চাপ সৃষ্টি করা।


Spread the word