Site icon CPI(M)

Dr. Manmohan Singh

PB Statement

গভীর শোক জ্ঞাপন

ড. মনমোহন সিং

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মনমোহন সিং-এর প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করছে।

প্রধানমন্ত্রী হিসেবে দশ বছরের শাসনকালে ড. মনমোহন সিং ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন। নিজস্ব বিশ্বাস অনুযায়ী দেশের কল্যাণে সহায়ক হবে এমন নীতিই তিনি গ্রহণ করেছিলেন। রাজনৈতিক নেতা হিসাবে তিনি ছিলেন প্রশ্নাতীতভাবেই সততার প্রতীক।

পলিট ব্যুরো, তাঁর স্ত্রী গুরশরণ কউর এবং তাঁর কন্যাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

শেয়ার করুন