Site icon CPI(M)

CPI(M) WB 26th State Conference: A Prelude

Prastuti 26 Conference

কাল শুরু, আজ প্রস্তুতি তুঙ্গে

ওয়েবডেস্ক প্রতিবেদন

রাত পোহালেই শুরু সিপিআই(এম) রাজ্য ২৬ তম সম্মেলন। কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে তিনদিন ধরে চলবে এই সম্মেলন। এদিন ছিল শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির কাজ। দূরের জেলাগুলি থেকে প্রতিনিধিরা আসতে শুরু করেছেন। ব্যস্ত স্বেছাসেবকরা। শিল্পীরা তৎপর শেষ তুলির টান দিতে।

প্রবেশপথে ঢোকার মুখেই প্রত্যয় ‘জনগণতান্ত্রিক বিপ্লব জিন্দাবাদ’। প্রয়াত কমরেড নিরুপম সেন এবং কমরেড শ্যামল চক্রবর্তীকে শ্রদ্ধায় স্মরণ। তাঁদের স্মরণে শহরের নামকরণ করা হয়েছে কমরেড নিরুপম সেন নগর, মঞ্চের নামকরণ করা হয়েছে কমরেড শ্যামল চক্রবর্তী মঞ্চ।

এবছর তেভাগা আন্দোলনের ৭৫ বছর। শিল্পী সোমনাথ হোরের জন্মশতবর্ষ। ভবনে ঢোকার মুখেই তার উজ্জ্বল স্মরণ ‘তেভাগার সংগ্রামের উত্তরাধিকার…’।

বিকালে স্বেচ্ছাসেবকদের নিয়ে শেষ একবার বৈঠক সেরে নেন সিপিআই(এম) কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার। পরে ওয়েবসাইটের প্রতিনিধিদের জানান, কালকের সম্মেলন প্রায় ৩৫০ জন প্রতিনিধি এবং ৮০-৯০ জন দর্শক নিয়ে আয়োজিত হতে চলেছে। দূরের জেলাগুলি থেকে ১২৯ জন প্রতিনিধি কমরেড অভ্যর্থনা সমিতির দায়িত্বে থাকবেন আগামী তিনদিন। এই তিনদিন রাজ্য সম্মেলনের কাজ সম্পন্ন করতে ৫৩ জন স্বেচ্ছাসেবক এবং ৩০ জন সহযোগী কর্মীর টিম সক্রিয় থাকবে। থাকবে বিভিন্ন কিয়স্ক। রেড ভলান্টিয়ার, ন্যাশনাল বুক এজেন্সি থেকে রাজ্য সোশ্যাল মিডিয়া। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতায় সম্মেলনের সাফল্যে পার্টি প্রত্যয়ী।

শেয়ার করুন