১২ জুলাই সকালে মুকুন্দপুর শ্রমজীবী রান্নাঘরে উপস্থিত হয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান কমরেড বিমান বসু, যাদবপুরের বিধায়ক কমরেড সুজন চক্রবর্তী এবং প্রবীণ কৃষক নেতা কমরেড সঞ্জয় পুততূন্ড।
কমরেড সুজন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে লকডাউনের শুরুতেই ২৫শে মার্চ যাদবপুর রেল সাইডিং-এর পরিযায়ী শ্রমিকদের সর্বপ্রথম ত্রাণ দেবার উল্লেখ করেন। আগামীদিনে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।
কমরেড বিমান বসু অভিনন্দন জানালেন মুকুন্দপুর শ্রমজীবী রান্নাঘরের উদ্যোক্তাদের। সাথে ছিলো কিছুটা সতর্কবার্তা। শ্রেনীর পাশে দাঁড়ানোই মূল স্বার্থ। আর কোন স্বার্থ নেই। শ্রেণী সচেতনতা বিষয়ে বুঝিয়ে দিলেন অবিভাবকের মতন।