Site icon CPI(M)

Assert Indian Sovereignty: Quit the Quad

PB Statement

তারিখঃ শনিবার, ১০ এপ্রিল, ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নিম্নলিখিত বিবৃতি জারী করেছে:

ভারতের সার্বভৌমত্ব দৃঢ়তর করে চতুর্ভুজের সাথে জোট ত্যাগ করতে হবে

মার্কিন সপ্তম নৌবহর ভারতের এক্সক্ল্যুসিভ ইকোনমিক জোনের লাক্ষাদ্বীপ সীমান্তবর্তী অঞ্চলের অন্তর্গত জলসীমা লঙ্ঘন করেছে। এই ঘটনায় ভারতের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্থ হয়েছে।

এই অবাঞ্ছনীয় অনুপ্রবেশের ঘটনা সম্পর্কে সপ্তম নৌবহরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে “উপকূলবর্তী এলাকার সুরক্ষা সম্পর্কে ভারতের দাবীসমূহকে বাজিয়ে দেখতেই তারা ইচ্ছাকৃত ভারতের জলসীমা লঙ্ঘন করেছে”।

মার্কিন যুক্তরাষ্ট্র চরম ভণ্ডামি করেছে। আন্তর্জাতিক জলসীমা সংক্রান্ত জাতিসংঘের আইনে ভারত সই করলেও আমেরিকা তাতে সাক্ষর করে নি, অথচ আন্তর্জাতিক আইন মেনেই সবকিছু করা হয়েছে বলে তারা ঘোষণা করছে।

ভারতের এক্সক্ল্যুসিভ ইকোনমিক জোনের ভিতরে সপ্তম নৌবহরের শত্রুর ন্যায় অনুপ্রবেশ সম্পর্কে মোদী সরকার অত্যন্ত দুর্বল মনোভাবের পরিচয় দিয়েছে এবং প্রতিক্রিয়ায় জানিয়েছে এমনটা করার জন্য ভারতের মতামত নেওয়ার প্রয়োজন ছিল, যার প্রত্যুত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের এমন দাবী মানতে সরাসরি অস্বীকার করছে।  

চতুর্ভুজের জোটে সদস্য হতে গিয়ে ভারত আমেরিকার স্বার্থে কাজ করতে বাধ্য হয়ে পড়েছে। এর ফলে ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার পছন্দসই যুদ্ধকৌশল ” যেখানে খুশি অনুপ্রবেশ” মেনে নিয়ে মোদী সরকারকে ভারতের সার্বভৌমত্ব সম্পর্কে আপোষ করতে হচ্ছে।

মার্কিন সেনাবাহিনী নিজেদের অধঃস্তন প্রাদেশিক শাসকের ন্যায় ব্যবহার করছে ভারতের সাথে। সপ্তম নৌবহরের ঘোষণাতেই এই মনোভাব স্পষ্ট হয়ে গেছে।

দেশের সার্বভৌমত্ব সম্পর্কে মোদী সরকারের যদি ন্যুনতম আত্মমর্যাদাবোধ থাকে তবে অবিলম্বে ভারতের চতুর্ভুজের জোট ছেড়ে বেরিয়ে আসা উচিত।

শেয়ার করুন