Site icon CPI(M)

West Bengal State Budget 2020

14 February, 2020

তৃণমূল সরকার ক্ষমতায় আসীন হবার সময়ে পশ্চিমবঙ্গ সরকারের ঋণের পরিমান ছিল ১লক্ষ ৯২ হাজার কোটি টাকা। মমতা ব্যানার্জীর সরকার ২০২০ সালের রাজ্য বাজেট ঘোষণায় উল্লেখ করছে এই মুহূর্তে রাজ্যের মাথায় ৪ লক্ষ ৭৮ হাজার কোটি টাকার দেনা। জিএসটি’র ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রের তরফে অর্থ রাজ্যকে দেওয়া হয়েছে, অথচ কেন্দ্র টাকা দিচ্ছেনা অভিযোগকে হাতিয়ার করে প্রতি বছর বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী ঘোষণা করেছেন ৫ টি বিশ্ববঙ্গ সম্মেলন আয়োজন করে রাজ্যে গত আট বছরে ২২,২৬৬ কোটি টাকার বিদেশী লগ্নি এসেছে, সারা দেশের প্রবনতার বিপরীতমুখী হয়ে রাজ্যে শিল্পবৃদ্ধি হয়েছে ৫ গুন। যদিও এইসব ঘোষণার একটি ক্ষেত্রেও যোজনাগুলির অবস্থান, কতজন চাকরি করেন এরকম কোন তথ্য কোথাও নেই। যেকোনো বাজেটে স্বপ্লমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিপূরক বিভিন্ন প্রকল্প থাকে যার থেকে সরকারের রাজনৈতিক দূরদৃষ্টির প্রমান পাওয়া যায় – এবারের রাজ্য বাজেটে এরকম কিছুই নেই। মূলতঃ অনুমানভিত্তিক এসডিপি’র উপর ভিত্তি করে সরকার বাজেটের নামে আসলে আগামি বছরে বিধানসভা নির্বাচন জিততে নিজেদের ব্যার্থতা আড়াল করছে।

বামফ্রন্ট আমলে সরকারের ঋণের বড় অংশই ছিল বিভিন্ন স্বল্পসঞ্চয় প্রকল্পে সাধারণ মানুষের রাখা টাকার ৮০%’র দায়ভার যা কেন্দ্রীয় সরকারের নিয়মে চাপানো হত, তৃণমূল সরকারের আমলে হওয়া ঋণের ভিত্তিই হল বাজার থেকে নেওয়া বিপুল ধার। রাজ্যসরকার ৯.১১ লক্ষ কর্মসংস্থানের দাবী করেছে অথচ কারা সেই চাকরি পেয়েছেন, কি কাজ তার এসব তথ্য জানানো হয়নি। ২০১৯-২০’তে মোট অর্থবরাদ্দ ২.৩৮ কোটি টাকা যা আগামি অর্থবর্ষ ২০২০-২১’এ বেড়ে ২.৫৬ কোটিতে পৌঁছবে বলে সরকারের তরফে বলা হচ্ছে সেই একই সময়ে মূল্যবৃদ্ধির হার হিসাবের মধ্যে রাখলেই বোঝা যায় এই বাজেট আসলে প্রতারনামুলক, অন্তঃসারশুন্য।

Ganashakti

Spread the word