Site icon CPI(M)

Tripura: By-Election Results Justify Demand for Countermanding

PB Statement

৮ সেপ্টেম্বর,২০২৩, শুক্রবার

মুখ্য নির্বাচনী আধিকারিক, ত্রিপুরায় দুটি বিধানসভা কেন্দ্রের, যথা বক্সনগর এবং ধনপুর, উপ-নির্বাচনের ফলাফল যা ঘোষণা  করেছেন তাতে বামফ্রন্ট দ্বারা উত্থাপিত আশংকাগুলিই সত্য বলে প্রমাণিত হয়। এই ফলাফল কঠোর নিরাপত্তা সুনিশ্চিত মারফৎ এই নির্বাচনকে বাতিল করে নতুন করে নির্বাচন আয়োজনের দাবিকেই মান্যতা দেয়।

বিজেপি বক্সনগর কেন্দ্রে ৮৯ শতাংশ এবং ধনপুর কেন্দ্রে ৭১ শতাংশ ভোট পেয়ে জিতেছে। রাজ্যের নির্বাচনের ইতিহাসে এটি নজিরবিহীন। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে সিপিআই(এম)-র কাছে বক্সনগর আসনটি হারানোর পরে, বড় আকারের কারচুপি ছাড়া বিজেপির পক্ষে ৮৯ শতাংশ ভোট অর্জন করা অসম্ভব।

প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগসাজশে বিজেপি ব্যাপক কারচুপির মাধ্যমে এই নির্বাচনগুলিকে উপহাসে পরিণত করেছে।

সিপিআই(এম)-র পলিট ব্যুরো পুনরায় দাবী জানাচ্ছে, এই নির্বাচনগুলিকে বাতিল করা হোক এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করেই নতুন করে নির্বাচন করা হোক।

Spread the word