Site icon CPI(M)

তৃণমূল সরকারের পুলিশের দুই ভূমিকা ,SFI এর শান্তিপূর্ণ আন্দোলনে আক্রমণ, বিজেপিকে মাংস ভাতের থালা….

১৫ জুলাই ২০২০
ওয়েবডেস্কের প্রতিবেদন


রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বিনা চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই কর্মীরা স্বাস্থ্য ভবন অভিযান করলে পুলিশ তাদের উপর হামলা চালায়। কমবয়সী ছেলেগুলোকে মাটিতে আছড়ে বুকে লাথি মারতেও পুলিশ কসুর করেনি। এমনকি ছাত্রীদের সাথেও বর্বর আচরণ করে।


আবার বিজেপি কর্মীরা বনধ ডেকে জলপাইগুড়িতে ২০জনের বেশি পুলিশকর্মীকে জখম করার পরেও সেই পুলিশই ধৃত বিজেপি কর্মীদের কোতোয়ালি থানায় জামাই আদর করে খাসির মাংস আর ভাত খাওয়ায়।
দুটোই আজকের ঘটনা। প্রথমটি বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকায়। দ্বিতীয়টি জলপাইগুড়ির কোতোয়ালি থানায়।
এটাই আজ পশ্চিমবঙ্গের বাস্তবতা।


পুলিশও যেন আজ উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরেছে। একদিকে তৃণমূলের দাসত্ব করছে। অন্যদিকে, তৃণমূল-বিজেপির বোঝাপড়ার কাছে মাথা বিকিয়ে বিজেপিকে তোয়াজ করছে।
তৃণমূল সরকারের আদর যত্নেই যে রাজ্যে বিজেপির আজ বাড়বাড়ন্ত তা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো আজকের এই ঘটনা।

Spread the word