12 February, 2020
দিল্লীতে বিজেপি’র নির্বাচনে ভরাডুবির ২৪ ঘন্টাও কাটল না ভর্তুকিহীন গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি গড়ে ১০০টাকারও বেশী। আজ, বুধবার থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)। দিল্লি, মুম্বইয়ে সিলিন্ডার পিছু গ্যাসের দাম বাড়ছে যথাক্রমে ১৪৪.৫০ এবং ১৪৫ টাকা। অন্য দিকে, কলকাতা ও চেন্নাইয়ে বাড়ছে যথাক্রমে ১৪৯ ও ১৪৭ টাকা। এই নিয়ে টানা ছ’বার দাম বাড়ল গ্যাসের। ২০১৯-এর জুলাইয়ে শেষ বার কমেছিল ভর্তুকিহীন গ্যাসের দাম। বিশেষজ্ঞ মহলের মতে জানুয়ারি ২০১৪ এর পরে গত কয়েক বছরে এটা সর্বোচ্চ বৃদ্ধি। সেবারে একবারে ২২০ টাকা বাড়ানো হয়েছিল ভর্তুকিহীন সিলিন্ডারের মূল্য।
Ganashakti
দ্য হিন্দু