Site icon CPI(M)

State Secretary’s Statement on Yaas Cyclone

Surjya MIshra States

সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্য মিশ্রের বিবৃতি

বুধবার রাজ্যর উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়বে বলে আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা যে সতর্কতা জারি করেছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা গভীর উদ্বেগ বোধ করছি। সিপিআই(এম)’র সমস্ত কর্মী, অনুরাগী ও মহামারী পরিস্থিতিতে কর্মরত স্বেচ্ছাসেবকদের কাছে জরুরী ভিত্তিতে আবেদন করছি, এই দুর্যোগে যথাসম্ভব আগাম প্রস্তুতি নিয়ে মানুষের পাশে থাকার জন্য। দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে স্থানীয় প্রশাসন ও নির্বাচিত সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করে এবং মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে মানুষকে নিরাপদ রাখার জন্য সমস্ত রকমের উদ্যোগ নিতে হবে। ঝড় আছড়ে পড়ার আগেই যারা সম্ভাব্য বিপজ্জনক অবস্থায় রয়েছেন তাঁদের খাদ্য, নিরাপদ পানীয় জল এবং মূল্যবান পরিচিতি-কাগজপত্র ইত্যাদি সহ নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করার চেষ্টা করতে হবে। ঘূর্ণিঝড়ের সময়ে কেউ যাতে বিপদে না পড়েন তার জন্য আগাম সতর্কতা দিয়ে মানুষকে সচেতন করতে হবে এবং এই সময়কালেও কোভিড পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সব কাজ করতে হবে। রাজ্যবাসীর স্বার্থে জরুরী ভিত্তিতে একাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের পার্টির কর্মী ও অনুরাগীদের কাছে আবেদন করছি।

Spread the word