Site icon CPI(M)

Stand With The Comrade: CPI(M) WB State Committee Statement

Logo oF Communism

সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্য মিশ্রের বিবৃতি

১৫ ফেব্রুয়ারি, ২০২১কলকাতা

গত ১১ ফেব্রুয়ারি শিক্ষা ও কাজের দাবিতে কলকাতায় ছাত্রযুব সংগঠনগুলির ডাকা নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন বাঁকুড়ার কোতুলপুরের যুবকর্মী মইদুল ইসলাম মিদ্যা। সেদিন পুলিশের বর্বর আক্রমণে আরও অনেকের সঙ্গে তিনিও আহত হয়েছিলেন, তাঁর আঘাত গুরুতর ছিল এবং তিনি চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাত থেকে তাঁর অবস্থার অবনতি ঘটে, সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।

ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপরে পুলিশী বর্বরতায় শহীদের মৃত্যুবরণ করেছেন কমরেড মইদুল ইসলাম মিদ্যা।সিপিআই(এম)’র পক্ষ থেকে আমরা দাবি করছি, শহীদ কমরেড মিদ্যার মরদেহের ময়নাতদন্তের কাজ সঠিকভাবে নিশ্চিত করতে সেই কাজের পূর্ণ ভিডিও রেকর্ডিং করাতে হবে এবং তাঁর মৃত্যুর জন্য দায়ী পুলিশ আধিকারিকদের চিহ্নিত করে তাঁদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

যেভাবে তৃণমূল সরকারের পুলিশী বর্বরতায় শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মীকে প্রাণ দিতে হল তাকে ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। এই বর্বরতার বিরুদ্ধে ছাত্রযুবদের প্রতিবাদ কর্মসূচীকে পার্টি সমর্থন করছে। পার্টির পক্ষ থেকে বাম গণতান্ত্রিক ধরমনিরপেক্ষ শক্তিগুলোকে যুক্ত করে ছাত্রযুবদের প্রতিবাদ কর্মসূচীর প্রতি সংহতি জানাতে হবে।

সিপিআই(এম)’র পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে গণআন্দোলনে অংশ নিতে গিয়ে নিহত শহীদ কমরেড মিদ্যার পরিবারের পাশে পূর্বের মতই পার্টি সর্বতোভাবে থাকবে।

Spread the word