দিল্লির দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে নিজের পুরস্কার অর্থের ৫০,০০০ টাকা দান করলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। গত জানুয়ারি মাসে কে মাধবন পুরস্কার থেকে প্রাপ্ত পুরো টাকাটাই তিনি দান করেছেন দিল্লির দাঙ্গায় আক্রান্তদের সাহায্য করতে। দাঙ্গায় আক্রান্তদের সাহায্যার্থে পার্টির গঠিত দিল্লি সলিডারিটি অ্যান্ড রিলিফ কমিটির তহবিলে তিনি এই অর্থ দান করেছেন। দিল্লির সাম্প্রদায়িক হিংসায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৭ ছুঁয়েছে। আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
Sitaram Yechury Donates Prize Money for Delhi Riot Relief
