প্রদীপ তা ও কমল গায়েন-এর শহীদ দিবসে বর্ধমানে পার্র্টি রাজ্য সম্পাদক ও পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র স্পষ্ট ভাবেই বলেন লুম্পেন তৃণমূল ও ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে বৃহত্তর লড়াই আজকের দিনের দাবি। ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি যখন পরিকল্পনা করে প্রাক্তন বিধায়ক ও পার্টি নেতা প্রদীপ তা ও সংস্কৃতি আন্দোলনের নেতৃত্ব কমল গায়েন কে হত্যা করা হয় তখন বর্ধমানের এসপি ছিলেন এসএমএইচ মির্জা । ইনি সেই দূর্নীতিগ্রস্ত আইপিএস অফিসার যাকে পরবর্তীতে ‘নারদ’ স্টিং অপারেশানে ঘুষ নিতে দেখা গেছে ।
অগণিত মানুষের সমাবেশে এই স্মরণ সভা থেকে স্বৈরাচার ও ফ্যাসীবাদ বিরোধী লড়াইকে জোরদার করার ডাক ওঠে।