Site icon CPI(M)

Rebuff US Pressures

PB Statement

১এপ্রিল,২০২২,শুক্রবার

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

সিপিআই(এম) এর পলিট ব্যুরো মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অর্থনীতি-বিষয়ক জাতীয় নিরাপত্তার সহকারী উপদেষ্টার মাধ্যমে জারি করা সতর্কবার্তার তীব্র নিন্দা করে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সতর্ক করেছে যে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাগুলি এড়িয়ে ভারত যদি মস্কোর সাথে একটি ছাড় যুক্ত শক্তি চুক্তি করে তার “পরিণাম” ভারতকে ভুগতে হবে। এই নির্দেশিত উল্লেখের লক্ষ্য ছিল মার্কিন ডলারকে উপেক্ষা করে অর্থাৎ রুপি-রুবেল পথে কোনো অর্থপ্রদানের প্রক্রিয়াতে প্রবেশ করা থেকে ভারতকে নিরুৎসাহিত করা।

মোদি সরকারকে এখন অবশ্যই QUAD-এর মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি কৌশলগত সামরিক জোটে যোগদানের বিপদগুলো উপলব্ধি করতে হবে যা হুমকি এবং চাপের জন্য সমস্ত দরজাগুলো খুলেছিল। ভারত সরকারকে এই সংকটে ভারতের সর্বোচ্চ জাতীয় স্বার্থকে অক্ষুণ্ন রাখতে হবে এবং এই ধরনের মার্কিন চাপের কাছে নতি স্বীকার করা চলবে না।

Spread the word