Site icon CPI(M)

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বিবৃতি…..

Biman Basu Statement

১২ মার্চ, ২০২১ (শুক্রবার)



গত ১০ মার্চ, ২০২১ সংযুক্ত মোর্চার বামফ্রন্ট প্রার্থীদের নাম ঘোষণার সময়ে মেটিয়াবুরুজ আসনটি ভুলবশত সিপিআই(এম)-র বলে উল্লেখ করা হয়। ওই আসন সিপিআই(এম)-র জন্য বরাদ্দ ছিল না। ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী। এই ভুলের জন্য দুঃখপ্রকাশ করছি।


Spread the word