২১ জুলাই, শুক্রবার,২০২৩
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরোর বিবৃতি:
মণিপুরে দুই আদিবাসী মহিলার বিরুদ্ধে উপর ভয়াবহ নৃশংসতা ,তাদের বিবস্ত্র করে প্রকাশ্যে ঘোরানো,এবং তাদের একজনকে গণধর্ষণ করার পাশাপাশি তাকে বাঁচানোর চেষ্টাকারী দুই পরিবারের সদস্যদের হত্যা, গোটা দেশে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।মণিপুরের বিজেপি সরকার এই নৃশংসতায় যুক্ত অপরাধীদের আড়াল করতে সরাসরি জড়িত কারণ এই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি যদিও ঘটনার দুই সপ্তাহের মধ্যে নির্যাতিতাদের পরিবারগুলি অসাধারণ সাহসিকতার সাথে এফআইআর দায়ের করেছিল।আড়াই মাস ধরে মণিপুর জ্বলছে, তবুও মুখ্যমন্ত্রী ও সরকারকে আড়াল করে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকার।কয়েক মাসের নির্লজ্জ নীরবতার পর প্রধানমন্ত্রীর বক্তব্য মণিপুরের ঘটনাকে তুচ্ছ করেছে একই সাথে মণিপুরে হিংসার ব্যাপকতা এবং মুখ্যমন্ত্রীর পক্ষপাতমূলক ভূমিকাও ছোট করেছে। ডাবল ইঞ্জিন সরকার দায়বদ্ধতার নীতিকে ভয়াবহভাবে অবদমিত করেছে।এটা বিজেপির ‘সুশাসন’-এর দাবির সবচেয়ে সঠিক একটা ছবি স্পষ্ট করে।
পলিট ব্যুরো মণিপুরের মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছে। পলিট ব্যুরো তার ইউনিটগুলিকে দেশজুড়ে এই দাবিকে সামনে রেখে এবং নারী নির্যাতন এবং মণিপুরের জনগণের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করার আহ্বান জানায়।