Site icon CPI(M)

Lucien Seve died of COVID-19

গত ২৩ মার্চ ২০, বিকাল ৪:৪৮ মিনিটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ফরাসী মার্কসবাদী চিন্তক ও দার্শনিক লুসিয়ে সিভে।
গত সপ্তাহে করোনা ভাইরাসের প্রকপে মৃত্যু হলো ইরানের মার্কসবাদী অর্থিনীতিবিদ ফরিবর্জ রাইসদানার, এবার ফ্রান্সের লুসিয়ে সিভে।

১৯৫০ সাল থেকে ২০১০ সাল দীর্ঘ ৬০ বছর লুসিয়ে সিভে ছিলেন ফ্রান্সের কমিউনিস্ট পার্টির (PCF) সদস্য। দীর্ঘদিন তিনি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য।

ব্যক্তি ও ব্যক্তির মনস্তত্ব তিনি বার বার খুঁজতে চেয়েছেন মার্ক্স এর দর্শনের মধ্যে। তার লেখা বই ‘মার্ক্সইজম এন্ড থিওরি অফ পার্সোনালিটি‘ (১৯৬৯) সাড়া ফেলেছিল সারা বিশ্বে। ২৫ টি ভাষায় বইটি ভাষান্তরিত হয়েছে।

৫০ বছর আগের এই রকম এক বসন্তে , ফ্রান্সে উঠেছিল বিদ্রোহ বিপ্লবের উত্তাল হওয়া।সংগঠিত হয়েছিল দেশটির ইতিহাসের অন্যতম বড় শ্রমিক ধর্মঘট, তখনও সেই আন্দোলনের অগ্রভাগে ছিলেন আজীবন কমিউনিস্ট লুসিয়ে সিভে…

তেমনি এই সেদিন ২০১৮ জ্বালানি তেলের বাড়তি কর, জীবনযাত্রার নিম্নমান আর দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সের ইয়েলো ভেস্ট আন্দোলন কে সমর্থন জানিয়েছিলেন লুইস সিভে।

লুইস সিভে লাল সেলাম, লুইস সিভে অমর রহে।

Spread the word