ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো সদস্য এবং কেরালার প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড কোডিয়ারি বালাকৃষ্ণানের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬৯ বছর, তিনি কিছুদিন যাবত চেন্নাই’র অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
১৯৫৩ সালে, ১৬ নভেম্বর কেরালার কান্নুরে কমরেড বালাকৃষ্ণানের জন্ম। কোডিয়ারি অনিয়ান হাই স্কুলে পড়াশোনা করেন, পরে মাহে’তে মহাত্মা গান্ধী কলেজ ত্রিবান্দ্রমের ইউনিভার্সিটি’তে শিক্ষার্থী ছিলেন। ১৯৭০ সালে তিনি সিপিআই(এম)-এ যুক্ত হন। ভারতের ছাত্র ফেডারেশনের কেরালা রাজ্য সম্পাদক ছিলেন, পরে ১৯৭৩-১৯৭৯ পর্বে সেই সংগঠনেরই সর্বভারতীয় যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৫-৭৭ দেশে জরুরী অবস্থার সময় মিসা আইনে গ্রেপ্তার হয়ে ১৬ মাস জেলে আটক ছিলেন। ১৯৮০-৮২ সময়কালে তিনি কান্নুরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সভাপতি ছিলেন। ঐ জেলারই পার্টি সম্পাদকও হন।
১৯৮২, ৮৭, ০১, ০৬ – চারবার কেরালার বিধানসভায় থালাসসেরি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে তিনি ছিলেন কেরালা বিধানসভায় বিরোধী দলের ডেপুটি নেতা।
সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক ছিলেন, সর্বভারতীয় কাউন্সিলের সদস্যও হন। ২০০৩ সালে তিনি সিপিআই(এম)-র কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন, ২০০৮ সালে ১৯তম পার্টি কংগ্রেস থেকে তিনি পলিট ব্যুরো সদস্য ছিলেন।
২০০৬ থেকে ২০১১ অবধি কমরেড বালাকৃষ্ণান কেরালা সরকারের হোম অ্যান্ড ট্যুরিজম দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি কেরালায় পার্টির রাজ্য সম্পাদক নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয়বার এবং ২০২২ সালের মার্চ মাসে তিনি তৃতীয়বারের জন্য ঐ দায়িত্বে পুনর্নিবাচিত হয়েছিলেন। ২০২২ সালের ২৮ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তিনি রাজ্য সম্পাদকের পদ থেকে সরে যান, সেই দায়িত্বে কমরেড এম ভি গোবিন্দন নির্বাচিত হন।
কমরেড কোডিয়ারি বালাকৃষ্ণান লাল সেলাম।