Site icon CPI(M)

Left Parties: Support Bharat Bandh

PB Statement

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, সারা ভারত ফরওয়ার্ড ব্লক, বিপ্লবী সমাজতান্ত্রিক দল এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

সম্মিলিত কিষাণ মোর্চার ডাকে ২৭শে সেপ্টেম্বর ভারত বন্ধকে সমর্থন করার জন্য জনগণের কাছে আবেদন

কৃষি আইন বাতিল এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার দাবিতে ঐতিহাসিক কৃষক সংগ্রাম দশ মাস পেরিয়েও অব্যাহত রয়েছে।

সংগ্রামরত কৃষকদের সাথে আলাপআলোচনা করে সমস্যার সমাধান করতে মোদী সরকার এখনও অস্বীকার করছে।

মোদি সরকারের এহেন আচরনের নিন্দা করার পাশাপাশি বামদলগুলি দাবি জানাচ্ছে কৃষি আইনগুলিকে অবিলম্বে বাতিল করতে হবে, এমএসপি বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে, ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন প্রকল্প এবং শ্রম কোড বাতিল করতে হবে।

বামদলগুলি তাদের সমস্ত ইউনিটকে ভারত বন্ধের সাফল্যের জন্য সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাচ্ছে।

বামদলগুলি এই ভারত বন্ধকে সমর্থন করার জন্য জনগণের কাছে আবেদন করে।

সীতারাম ইয়েচুরি, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)

ডি রাজা, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি

দেবব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক, সারা ভারত ফরওয়ার্ড ব্লক

মনোজ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, আর এস পি

দীপঙ্কর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী – লেনিনবাদী)

Spread the word