Site icon CPI(M)

Condemn Police Brutalities in Assam – Polit Bureau Statement

PB Statement

অসমে উচ্ছেদের ঘটনায় নারকীয় পুলিশি নিপীড়ন প্রসঙ্গে – পলিট ব্যুরোর বিবৃতি

অসমের দারং জেলার ধোলপুর-গোরুখুটি এলাকায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে পুলিশি বর্বরতা চলেছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। অসমে পুলিশের গুলিতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। “সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের” সরকারি জমি থেকে উচ্ছেদের নামে আসামের রাজ্য সরকার ভারতের সেইসব নাগরিক, দরিদ্র কৃষকদের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে যারা কয়েক দশক ধরে সেরাজ্যে কৃষিজমিতে চাষ করছে। উচ্ছেদের নামে হামলার পুরো ঘটনাটি সাম্প্রদায়িক মনোভাব থেকেই পরিকল্পনা করা হয় এবং স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনই ছিল আক্রমনের লক্ষ্য। এই ঘটনা কার্যত দেশের সকল নাগরিকের সমতা ও নিরাপত্তা সংক্রান্ত সাংবিধানিক গ্যারান্টির উপরে এক স্পষ্ট আক্রমণ।

কৃষকদের উপর ভয়াবহ বর্বরতায় জড়িত যাদের ক্যামেরায় দেখা গেছে সেইসব পুলিশ কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গুয়াহাটি হাইকোর্টের একজন সিটিং জজের অধীনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে সিপিআই(এম)। উচ্ছেদ কর্মসূচি এখনই বন্ধ করতে হবে, নিহত ও আহতদের ক্ষতিপূরণ দিতে হবে। আসামে বিজেপি সরকারের সাম্প্রদায়িক, বিদ্বেষী রাজনীতির স্বরুপ উন্মোচন করতে এবং তাকে প্রতিরোধ করতে সেই রাজ্যের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিসমুহের লড়াইকে সমর্থন জানাচ্ছে পলিট ব্যুরো।

Spread the word