Site icon CPI(M)

Comrade N Sankaraiah: The Tribute

PB Statement

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো, সিপিআই(এম) এর প্রবীণ নেতা এবং দেশের অন্যতম প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড এন. শঙ্করাইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।

মাদুরাইয়ের আমেরিকান কলেজের ছাত্র থাকাকালীন শঙ্করাইয়া স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। ফাইনাল পরীক্ষার ঠিক আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এরফলে তিনি ডিগ্রি অর্জন করতে পারেননি।স্বাধীনতা অর্জনের সময় অবধি তিনি মোট আট বছর জেল খেটেছিলেন। শঙ্করাইয়া ১৯৪০ সালে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন এবং তামিলনাড়ুতে অবিভক্ত পার্টির অন্যতম প্রধান সংগঠক হয়ে ওঠেন।

তিনি ছিলেন অবিভক্ত পার্টির সেই ৩২ জন জাতীয় কাউন্সিল সদস্যদের একজন যারা ভারতের কমিউনিস্ট পার্টি (পরবর্তীতে মার্কসবাদী) গঠনের জন্য পদত্যাগ করেছিলেন। তিনি তামিলনাড়ুতে কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার জন্য বিশাল অবদান রেখেছিলেন এবং তিনি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পার্টির রাজ্য কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৭, ১৯৭৭ এবং ১৯৮০ সালে তামিলনাড়ু রাজ্য বিধানসভায় তিনবার নির্বাচিত হন।

তিনি ১৯৭৭ এবং ১৯৮০ সালে বিধানসভায় সিপিআই(এম) পরিষদীয় দলনেতা ছিলেন। তিনি কৃষক আন্দোলনের বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছিলেন।

শঙ্করাইয়া একজন শক্তিশালী বক্তা ছিলেন যিনি কমিউনিস্ট রাজনীতি এবং নীতিগুলি কার্যকরভাবে জনগণের মধ্যে প্রচার করতে পারতেন। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ মার্কসবাদী যিনি পার্টির প্রতি নিবেদিত ছিলেন এবং জনজীবনে সততা ও সরলতার উচ্চ মানদণ্ড স্থাপন করেছিলেন।

তাঁর মৃত্যুতে, কমিউনিস্ট আন্দোলন গৌরবময় অধ্যায়ের একজন নেতাকে হারিয়েছে, কিন্তু তার ঐতিহ্যের উত্তরাধিকার বেঁচে থাকবে। পলিট ব্যুরো তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় এবং তাঁর দুই পুত্র ও পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।

Spread the word