Site icon CPI(M)

Assembly Elections: Defeat For BJP

PB Statement

বিধানসভা নির্বাচন – বিজেপি’র পরাজয়

তারিখঃ রবিবার, ২মে, ২০২১

Press Release

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছে –

কেরালাঃ কেরালায় এলডিএফ জোটের অসাধারণ জয়কে পলিট ব্যুরো অভিবাদন জানাচ্ছে। পুনর্বার রাজ্য সরকার পরিচালনার জন্য কেরালার জনগণের স্পষ্ট বার্তায় পলিট ব্যুরো ধন্যবাদ জ্ঞাপন করছে। রাজ্যে পুনর্বার একই দলের সরকার ক্ষমতাসীন হতে চলেছে, কেরালায় চার দশকেরও বেশী সময় পরে এমন ঘটল। শেষ বিধানসভা ভোটের ফলাফলের থেকেও এবারে এলডি এফ জোটের ফল ভালো হয়েছে।

কেরালায় জনগণ ক্ষমতাসীন সরকারের কাজ বিচার করেই নিজেদের ভোট দিয়েছেন, বিকল্প নীতির যে পরিকল্পনা এলডিএফ’র পক্ষ থেকে জানানো হয়েছিল তাকে তারা গ্রহন করেছেন, প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় রাজ্য সরকারের কর্মসূচি, জনকল্যানের কর্মসূচি এবং ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সংহতির রাজনীতির প্রতি কেরালার সমাজ অবস্থান নিয়েছে।

পশ্চিমবঙ্গঃ বিপুল অর্থ এবং জনগণের মতামত ঘুরিয়ে দেবার বহু চেষ্টা সত্বেও বিজেপি পশ্চিমবঙ্গে ধরাশায়ী হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রদায়িক মেরুকরণের মতাদর্শকে সরাসরি প্রতাখ্যান করেছেন।  

বাম এবং সংযুক্ত মোর্চার নির্বাচনী ফলাফল খুবই হতাশাজনক। রাজ্যের মানুষ যে কোন মূল্যে বিজেপি’কে রুখে দিতে চেয়েছেন – সেই উদ্দেশ্যেই চূড়ান্ত একমুখী ভোট হয়েছে যার ফলে সংযুক্ত মোর্চার এমন ফলাফল। এই ফলাফল সম্পর্কে পার্টি আত্মসমালোচনামূলক পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় শিক্ষা আত্মস্থ করে সামনে এগোবে।   

তামিলনাড়ুঃ ডিএমকে’র নেতৃত্বে ফ্রন্ট তামিলনাড়ুতে আশাব্যাঞ্জক ফল পেয়েছে। তামিলনাড়ুর জনগণ এআইএডিএমকে – বিজেপি জোটের রাজনীতিকে প্রত্যাখ্যান করার সাথেই রাজ্যের এআইএডিএমকে সরকারকে পরাজিত করেছে।   

অসমঃ বিজেপি অসমে নিজেদের সরকার টিকিয়ে রাখতে পেরেছে। যদিও মহাজোট নির্বাচনে ভালো লড়াই করেছে।

পুদুচ্চেরিঃ এটা স্পষ্ট হয়ে গেছে পুদুচ্চেরিতে এন আর কংগ্রেস সংখ্যাধিক্যের সাথে সরকারে আসতে চলেছে।

পাঁচটি রাজ্যের নির্বাচনী ফলাফল থেকে স্পষ্ট হয়েছে বিজেপি শোচনীয় পরাজয় হয়েছে। সাম্প্রদায়িক উস্কানি প্রচার, বিপুল অর্থের ব্যবহার, সংসদীয় কাঠামোকে নিজেদের স্বার্থে ব্যবহার করা এবং নির্বাচনে নিজেদের যাবতীয় ক্ষমতাকে অপব্যবহার করা সত্বেও তারা জনগণের সমর্থন আদায়ে ব্যার্থ হয়েছে।

এই ফলাফল ভারতের সাধারণতান্ত্রিক কাঠামোকে সুরক্ষিত রাখতে জনগণের আন্দোলন-সংগ্রামকে সামনের দিকে আরও এগোতে সাহস এবং শক্তি যোগাবে এবং দেশে সাধারণ জনজীবনের মান উন্নত করতেও ভরসা দেবে।   

Spread the word