Site icon CPI(M)

কোভিড আক্রান্ত হয়ে, প্রয়াত হলেন অধ্যাপক ড.আনন্দদেব মুখোপাধ্যায়….

৮ অক্টোবর ২০২০ :
ওয়েবডেস্কের প্রতিবেদন:


অধ‍্যাপক ড. আনন্দদেব মুখোপাধ্যায় বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলার প্রাক্তন সভাপতি,সমুদ্রবিজ্ঞানী, বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, জাতীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মুখোপাধ্যায় কোভিড আক্রান্ত হয়ে প্রায়ত হয়েছেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮১ বছর। বর্তমানে তিনি ছিলেন বিদ্যাসাগর ফাউন্ডেশনের সভাপতি, বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটিরও সভাপতি।



অধ্যাপক মুখোপাধ্যায়ের মৃত্যু শিক্ষা জগতের কাছে গভীর শোকের। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অথবা সমুদ্রবিজ্ঞানী বললে আনন্দদেব মুখোপাধ্যায়ের পরিচয় অসম্পূর্ণ থেকে যায়। এ রাজ্যে সাক্ষরতা অভিযানের অগ্রণী ভূমিকা ছিল তাঁর। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী বিশিষ্ট অধ্যাপক ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দিতে সরকারি পরিকল্পনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। সমুদ্রবিজ্ঞানে দক্ষতার কারনে দিঘা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদেও নিযুক্ত ছিলেন।



২০০৬ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অবসর নেওয়ার পর নিজের মতোই শিক্ষাচর্চা করতেন। আজীবন শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অগণিত ছাত্রছাত্রীর কাছে ছিলেন প্রিয় ‘স্যর’। ছিলেন অতি পরিচিত মুখ। করোনার কবলে পড়ে তাঁর আচমকা এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার অগণিত ছাত্র ছাত্রীরা।
তার মৃত্যুতে তে শোক প্রকাশ করেছেন, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও সিপিআই(এম) রাজ্য পার্টির সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

Spread the word