Site icon CPI(M)

আমাজন জ্বলছে ….

আমাজন জ্বলছে।
জ্বলছে এই বসুন্ধরার ফুসফুস।
বেড়েই চলেছে আগুন। গত বছরের তুলনায় বৃদ্ধির হার ৩০ শতাংশ (স্পুটনিক ব্রাজিল)।
অন্যদিকে, আগুন নেভানোয় বরাদ্দ ৫৮ শতাংশ কমিয়েছেন বোলসোনারো।
ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেশ রিসার্চের হিসেবে শেষ একদশকে সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে গতবছর— ১২,৭৯৩। চলতি বছরের প্রথম সাত মাসে ১৩,০০০ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে খাক হয়ে গিয়েছে, যে আয়তন লন্ডনের আট-গুণ (বিবিসি)। সেপ্টেম্বরের প্রথম সাতদিনেই ঘটেছে ৮,৩৭৩ আগুনের ঘটনা, যা গতবছরের এই সময়ের তুলনায় দ্বিগুণ (রয়টার্স)।
বিপরীতে, দমকলকর্মী এবং দিনমজুরির ভিত্তিতে সিভিলিয়ান ব্রিগেডের বরাদ্দ গতবছর যেখানে ছিল ২ কোটি ৩৭ লক্ষ ৮০ হাজার ডলার, এবছর তা কমিয়ে করা হয়েছে ৯৯ লক্ষ ৯০ হাজার ডলার।

Spread the word