গতকাল,১০জুন,২০২১, একটি প্রেস বিবৃতি জারি করে সারা ভারত কৃষক সভা মোদি সরকারের ঘোষিত ২০২১-২২ সালের খারিফ শস্য সংগ্রহের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) সম্পর্কে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে। কৃষক সভা বলেছে এই MSP উপার্জন হিসাবে যথেষ্ট নয় এমনকি কৃষিকাজের বর্দ্ধিত খরচের তুলনায় অপ্রতুল। গতবছরের MSP এর তুলনায় যান্ত্রিকভাবে একটি বৃদ্ধি হিসাবেই এই সহায়ক মূল্য ধার্য করা হয়েছে। কৃষিকাজের খরচ বেড়েছে বিজেপি সরকারের নীতির কারণেই , এবং সেই পরিস্থিতিকে ধামাচাপা দিয়েই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। C2+50% অর্থাৎ কৃষির সামগ্রিক খরচ ও তার ওপরে ৫০ শতাংশ লাভের যে হিসাব তার বদলে A2+FL অর্থাৎ কৃষকের কৃষিকাজে খরচ ও পারিবারিক শ্রমের একটা অদ্ভুত হিসাবের ভিত্তিতে এই খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে। A2+FL, C2+50 এর তুলনায় অনেকটা কম এবং মহামারি ও কৃষিকাজের খরচের অনিয়ন্ত্রিত বৃদ্ধির মধ্যে কৃষকদের দুর্দশা মুক্তির যে প্রত্যাশা তা পূরণে ব্যর্থ।
MSP নিয়ে বিজেপির যে লাগাতার মিথ্যা প্রচার তা মানুষের সামনে উন্মোচন করার ডাক দিয়েছে সারা ভারত কৃষক সভা। কৃষক সভার মতে পর্যাপ্ত উপার্জনের মত মূল্য নির্ধারণ বাদ দিলেও সরকার কর্তৃক ফসল সংগ্রহের কোন গ্যারান্টিও এখন অবধি নেই।Commission for Agricultural Costs & Prices (CACP) ও বিভিন্ন রাজ্যের কৃষি দপ্তরের নির্ধারিত দামের মধ্যেও বিস্তর ফারাক রয়েছে।
Crop | A2+FL | C2 | C2+50% | MSP | C2+50%-MSP (Loss/Qtl) |
Paddy | 1293 | 1727 | 2590.5 | 1940 | 650.5 |
Jowar | 1825 | 2478 | 3717 | 2738 | 979 |
Bajra | 1213 | 1579 | 2368.5 | 2250 | 118.5 |
Ragi | 2251 | 3004 | 4506 | 3377 | 1129 |
Maize | 1246 | 1654 | 2481 | 1870 | 611 |
Arhar (Tur) | 3886 | 5291 | 7936.5 | 6300 | 1636.5 |
Moong | 4850 | 6110 | 9165 | 7275 | 1890 |
Urad | 3816 | 5133 | 7699.5 | 6300 | 1399.5 |
Groundnut | 3699 | 4732 | 7098 | 5550 | 1548 |
Soybean | 2633 | 3439 | 5158.5 | 3950 | 1208.5 |
Sunflower | 4010 | 5027 | 7540.5 | 6015 | 1525.5 |
Sesame | 4871 | 6653 | 9979.5 | 7307 | 2,672.5 |
Niger-seed | 4620 | 6441 | 9661.5 | 6930 | 2731.5 |
Cotton | 3817 | 5169 | 7753.5 | 5726 | 2027.5 |
ওপরের তালিকা থেকেই এটা স্পষ্ট যে ন্যূনতম সহায়ক মূল্য পেলেও কীভাবে কৃষকরা একটা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। যদিও পরিস্থিতি এমনই যে এই MSP তে কৃষকরা তাদের ফসল বিক্রি করতে পারবে এটারও কোন নিশ্চয়তা সরকার দেয় না। ঠিক এই কারণেই কৃষকরা ব্যয়ের সঠিক গণনা, C2 + 50% সূত্রে এমএসপি নির্ধারণ এবং এমএসপির গ্যারান্টির জন্য একটি আইন প্রণয়নের দাবি করছেন।
CACP এর নির্ধারিত মূল্য(MSP) ও সংশ্লিষ্ট রাজ্যের কৃষি দপ্তরের নির্ধারিত মূল্যের মধ্যেও বিস্তর ফারাক থাকছে, উদাহরণ, অন্ধ্রপ্রদেশে CACP এর নির্ধারিত ধানের MSP ১৫৫৯টাকা/কুইন্ট্যাল, রাজ্য সরকারের নির্ধারিত মূল্য ২১১৪টাকা/ কুইন্ট্যাল, পাঞ্জাবের ক্ষেত্রে CACP এর নির্ধারিত ধানের MSP ১২৭১টাকা/কুইন্ট্যাল যা রাজ্য সরকার নির্ধারিত মূল্য ১৯৯৫টাকা/কুইন্ট্যাল এর থেকে ৭২৪ টাকা কম।কেরালার ক্ষেত্রে CACP এর নির্ধারিত ধানের MSP ২০৪৪টাকা/কুইন্ট্যাল, যা রাজ্য সরকার নির্ধারিত মূল্য (২৮৫২ টাকা) থেকে ৮০৮টাকা কম। অরহরের ক্ষেত্রে একই চিত্র দেখা যাচ্ছে কর্ণাটকে, CACP এর নির্ধারিত MSP ৪৯৬১টাকা/কুইন্ট্যাল যা রাজ্য সরকারের নির্ধারিত C2 মূল্যের (৬৩৯৯টাকা) থেকে কুইন্ট্যাল প্রতি ১৪৩৮টাকা কম। একই রাজ্যে মুগ ডালের ক্ষেত্রে CACP এর নির্ধারিত MSP, রাজ্য সরকারের ঠিক করা ৯৪৫৬টাকা/কুইন্ট্যালের থেকে ৩৪ % কম (৬১৭৩টাকা)। স্পষ্টতই,CACP এর চাষের খরচ নির্ধারণ পদ্ধতিটা সামঞ্জস্য পূর্ণ নয় এবং বিস্তর ফারাক আছে।
কৃষকসভা তাদের বিবৃতিতে দাবি করেছে যে, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কৃষকদের সাথে এই প্রতারণামূলক আচরণ বন্ধ করুক এবং ব্যয় গণনার ক্ষেত্রে সমস্যাগুলোর পর্যালোচনা করে সংশোধন করুক এবং পারিশ্রমিক মূল্যের আশ্বাস দেওয়ার জন্য একটি আইন তৈরি করুক।এই প্রেক্ষিতে, কৃষকসভা গোটা দেশে তাদের সমস্ত ইউনিটগুলোকে বিজেপি সরকারের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর আবেদন করেছে।