Site icon CPI(M)

A Truly International Historian

Prakash Karat

এরিক হবসবম ২০১২ সালের ১ অক্টোবর প্রয়াত হন। ২ অক্টোবর পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের একটি স্মৃতিচারণা ‘দ্য হিন্দু’ পত্রিকায় প্রকাশিত হয়। লেখাটির নাম ছিল – A Truly International historian , বাংলা করলে হয় – একজন প্রকৃত আন্তর্জাতিক ইতিহাসবিদ। ওয়েবসাইটের পক্ষ থেকে সেই লেখাটিরই একটি সময়োচিত ভাষান্তর প্রকাশ করা হল।

এরিক জন আর্নেস্ট হবসবম,৯৫ বছর বয়সে মারা যান(১অক্টোবর,২০১২), তিনি ছিলেন সমসাময়িক যুগের সবচেয়ে প্রভাবশালী মার্কসবাদী ইতিহাসবিদ এবং মানব ও সামাজ বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ এবং বিশ্বকোষতুল্য পণ্ডিতদের একজন। বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী এবং সমসাময়িক রাজনীতির বিশদ বিবরণ সম্পর্কে তাঁর অসাধারণ দক্ষতা ছিল, বিশেষ করে ঘটনাগুলি বামপন্থীদের সাথে সম্পর্কিত হলে।

হবসবম সম্ভবত ব্রিটেনের কমিউনিস্ট হিস্টোরিয়ান’স গ্রুপের শেষ জীবিত ব্যক্তি ছিলেন। এই গোষ্ঠী ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।

তার মহান চতুর্খন্ড — দ্য এজ অফ রেভোলিউশন: ইউরোপ ১৭৮৯-১৮৪৮, দ্য এজ অফ ক্যাপিটাল: ১৮৪৮-১৮৭৫, দ্য এজ অফ এম্পায়ার: ১৮৭৫-১৯১৪, দ্য এজ অফ এক্সট্রিমস:১৯১৪-১৯৯১ — প্রগতিশীল মানুষদের বৌদ্ধিক বিকাশের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। একইসাথে ছিল (যে বিশেষ শ্রেণীকে হবসবাম নিজে চিহ্নিত করেছেন) বিশ্বজুড়ে “বুদ্ধিমান স্তরের মানুষদের” জন্যেও অত্যন্ত জরুরি সৃষ্টি। তিনি বিশ্বকে এক বিস্তৃত শব্দাবলী ও ধারণা প্রদান করেছিলেন। এর মধ্যে রয়েছে “ঐতিহ্যের উদ্ভাবন”(“invention of tradition,”), ইতিহাসে জনতার ভূমিকা, “আদিম বিদ্রোহী”(“primitive rebels”) এবং “সামাজিক দস্যুবৃত্তি”(“social banditry”) এর উপর তার কাজ।

হবসবমের খ্যাতি একজন ব্রিটিশ ঐতিহাসিকের মতো ছিল না, তাঁঁর খ্যাতি ছিল প্রকৃত অর্থেই আন্তর্জাতিক। তিনি ইউরোপ এবং লাতিন আমেরিকায় অত্যন্ত সম্মানিত ছিলেন,তাদের ইতিহাস এবং রাজনীতি সম্পর্কে তিনি ব্যাপকভাবে লিখেছিলেন। ৯৪ বছর বয়সে তাঁর শেষ কাজ, হাউ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড: মার্কস এ্যান্ড মার্কসইজম – ১৮৪০-২০১১, একটি অমূল্য রত্ন যা মার্কসকে পুনরায় আবিষ্কার করতে এবং মার্কসবাদকে নতুন আলোয় বুঝতে অনেককে সাহায্য করেছে।

হবসবম রুশ বিপ্লবের বছর, ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৩৬ সালে স্প্যানিশ গৃহযুদ্ধের শুরুতে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন।তিনি কখনই তাঁর রাজনৈতিক অবস্থানের বোধ ত্যাগ করেননি। মার্কসবাদ সম্পর্কে তাঁর ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি কমিউনিস্ট পার্টির অনেকের কাছেই গ্রহণযোগ্য ছিল না, তবে বিংশ শতাব্দীতে তিনি বিদ্যমান সমাজতন্ত্রের একজন প্রভাবশালী এবং সহানুভূতিশীল সমালোচক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। যাইহোক, তিনি তার কমিউনিস্ট অতীত এবং বামপন্থার প্রতি আজীবনের অঙ্গীকার কখনই ত্যাগ করেননি।

শেষ সাক্ষাৎ

আমি যখন এরিক হবসবমের সাথে শেষবার ২০১১ সালের নভেম্বরে লন্ডনে তাঁর বাড়িতে দেখা করি, তখন তিনি আগের চেয়ে অনেকটাই দুর্বল ছিলেন। কিন্তু তাঁর মন বরাবরের মতোই সজাগ ও কৌতূহলী ছিল। আমি তাঁর সাথে যে ঘন্টাখানেক কাটিয়েছিলাম, তিনি ভারতের রাজনীতি এবং বামপন্থীদের সম্পর্কে বিস্তারিত কথা বলেছিলেন এবং তারপরে লাতিন আমেরিকার বিভিন্ন পরিস্থিতির বিকাশ সহ বিশ্বের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেছিলেন। সেই সময়টুকু ছিল একেবারেই হবসবমোচিত বিশ্ব পরিস্থিতির বিশ্লেষণ।

প্রগতিশীল জ্ঞানচর্চা ও ভাবনার জগৎ হারিয়েছিল এক অদম্য বুদ্ধিজীবীকে।

ভাষান্তর: সরিৎ মজুমদার (ওয়েবডেস্কের পক্ষে)

Spread the word