Logo oF Communism

দেশের সংবিধানকে রক্ষা করতে শপথ নিন - বামদলগুলির যৌথ বিবৃতি

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী – লেনিনবাদী) – লিবারেশন, রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লক একযোগে ভারতের জনগণের সামনে আবেদন রেখেছেঃ

১. স্বাধীনতা দিবসে সবাই আমাদেরে সংবিধানকে রক্ষা করার এবং দেশের স্বাধিনতাকে শক্তিশালী করার শপথ নিন।

কোভিড-১৯ অতিমারি এবং জাতীয়স্তরে সার্বিক লকডাউন চলাকালীন একনিষ্ঠ রুপে অতিমারির মোকাবিলা এবং দেশের জনগণের জন্য ত্রানের ব্যাবস্থা করার বদলে আরএসএস’র নেতৃত্বে চলা কেন্দ্রের বিজেপি সরকার আমাদের সংবিধানের মূলনীতিগুলির ধ্বংসসাধনে ব্যাস্ত থেকেছে। এরই সাথে যুক্ত হয়েছে উগ্র সাম্প্রদায়িক মেরুকরণ যার লক্ষ্য হয়েছে দেশের মুসলমান সম্প্রদায়ের মানুষজন। সাংবিধানিক কর্তৃত্বের সবকটি দিকই আজ আক্রান্ত, সংসদ, বিচারব্যাবস্থা, নির্বাচন কমিশন, সিবিআই, ইডি সবার হাতেই সংবিধানের স্বাধীনতা আক্রমনের মুখে পড়েছে। দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারসমূহ এবং ব্যক্তি স্বাধীনতা বিশেষভাবে উল্লঙ্ঘন করা হচ্ছে এবং সরকারের অথবা তার কর্মকাণ্ডের যে কোন বিষয়ের বিরুদ্ধে মুখ খুললেই তাকে “দেশ বিরোধী” তকমায় চিহ্নিত করা হচ্ছে। সাধারণ জনগন, মানবাধিকার কর্মীরা এবং দেশের বহু বিশিষ্টজনকে দেশদ্রোহ কিংবা ইউএপিএ’র মতো দানবীয় আইনের জালে জড়িয়ে কারাগারে নিক্ষেপ করা চলছে। কেন্দ্রীয় সরকারের হাতে সব ধরণের ক্ষমতা কেন্দ্রিভুত করার উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এধরণের উদ্যোগের ফলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো যা আমাদের সংবিধানের মৌলিক ভিত্তি তাকেই নাকচ করে দেওয়া হচ্ছে।

এমতাবস্থায় দেশের সংবিধান এবং তদনুযায়ী দেশের জনগণের অধিকারসমুহ এবং সর্বোপরি ভারতের স্বাধিনতাকে রক্ষা করতে অবশ্যই সবাইকে সক্রিয় হয়ে এগিয়ে আসতে হবে।

২. মার্কিন যুক্তরাষ্ট্রের অধস্তন মিত্রশক্তি হিসাবে ভারতের সংযুক্ত হবার বিরুদ্ধে ১ সেপ্টেম্বরের প্রতিবাদ দিবসে সকলে সামিল হোন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্বপূর্ণ নির্দেশাবলির সামনে কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে মাথা ঝুঁকিয়ে আত্মসমর্পণ করে চলেছে তাতে ভারত বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্যের স্বপ্নপূরনের কাজে অধস্তন মিত্রশক্তিতে পরিণত হয়েছে। এধরণের অবস্থান ভারত এবং তার জনগণের স্বার্থের পরিপন্থী। ভারতের উচিত তার বহু পরিক্ষিত স্বাধীন বৈদেশিক নীতির অনুসরণ করা।

ভারতকে নিজের বৈদেশিক নীতি সংশোধন করতে হবে। বৈদেশিক নীতির নামে মার্কিন কিংবা মারকিন-ইজরায়েলি আঁতাতের সামনে যেকোনো প্রকারের আত্মসমর্পণকারী অবস্থান বস্তুত ভারতের সার্বভৌমত্বকে বিনষ্ট করে এবং “আত্মনির্ভর ভারত”র নামে প্রকৃতপক্ষে দেশের আত্মনির্ভরতার ধ্বংসসাধন হয়।

সাক্ষর

সীতারাম ইয়েচুরি

সাধারন সম্পাদক, সিপিআই(এম)

ডি রাজা

সাধারণ সম্পাদক, সিপিআই

দেবব্রত বিশ্বাস

সাধারণ সম্পাদক, এয়াইএফবি

দীপঙ্কর ভট্টাচার্য

সাধারণ সম্পাদক, সিপিআই(এম-এল)-লিবারেশন

মনোজ ভট্টাচার্য

আরএসপি
শেয়ার করুন

উত্তর দিন