জনগণের সংহতি দিবসে আমাদের কাজ প্রধানমন্ত্রীর কারফিউ ভাঙা নয়। কিন্তু তালি বাজাবোনা কারণ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক দেয়নি।ঘণ্টা/তালি বাজাবোনা কারণ তাতে করোনা ভাইরাস পালাবে না।রাস্তায় নয়, বাড়িতে নয়, পাড়ায় থাকবো মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াতে,প্রয়োজনে রাস্তায় নামতে।
Read More