Sitaram Yechury on Gokhale’s Baseless Comments

গোখলের ভিত্তিহীন অভিযোগের প্রসঙ্গে সীতারাম ইয়েচুরির বিবৃতি

৩রা অগাস্ট, ২০২১

দেশের প্রতিরক্ষা এবং স্বাধীন বিদেশনীতির স্বার্থেই বামেরা ভারত – মার্কিন পারমানবিক চুক্তির বিরোধিতা করেছিল। প্রথম থেকেই মার্কিন সরকার এহেন চুক্তির জন্য প্রভুত আগ্রহ প্রকাশ করেছিল যাতে দেশের সীমানার বাইরের কোন যুদ্ধে ভারতকে নিজেদের যুদ্ধকৌশলে সামিল করিয়ে নেওয়া যায়। এই চুক্তিতে ভারতের জ্বালানী সুরক্ষার নিশ্চয়তার কোন কিছুই ছিল না।

আমাদের এই বক্তব্য, চুক্তি সম্পাদনের পরের এক দশকের ঘটনাক্রমে প্রমান হয়ে গেছে। দেশে যত পারমানবিক বিদ্যুৎ আগে উৎপাদিত হত এই চুক্তি সম্পাদনের পরেও তার তুলনায় আজ অবধি এক মেগাওয়াট বিদ্যুৎও বাড়তি উৎপাদন হয় নি। কার্যত এই চুক্তিতে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অধস্তন মিত্রে পরিণত হয়েছে।

ভারতের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা ক্ষেত্রে স্বাধীন অবস্থান বজায় রাখার স্বার্থেই বাম দলগুলির পক্ষ থেকে এহেন চুক্তির বিরোধিতা করা হয়েছিল। সেই বিরোধিতায় চীনের তরফে কোন হস্তক্ষেপের প্রশ্নই নেই। ভারতে পারমানবিক শক্তি সরবরাহে সংশ্লিষ্ট সংস্থাসমূহ যে ছাড়পত্র দেয় তার প্রতি চীনের সমর্থনই ছিল, তা সত্বেও আমরা এই চুক্তির বিরোধিতা করেছিলাম।

নিজের লেখা বইতে বিজয় গোখলে সংশ্লিষ্ট চুক্তির প্রশ্নে বামেদের বিরুদ্ধে যেসমস্ত অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। সম্ভবত তার জানা নেই, এই চুক্তি সম্পাদিত হবার সময় প্রধান বিরোধী দল ছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তারাও এই চুক্তি প্রসঙ্গে সংসদের আলোচনায় বিরোধিতাই জানিয়েছিল।

সীতারাম ইয়েচুরি

সাধারণ সম্পাদক

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)

Spread the word

Leave a Reply