Red Book Day – Kolkata

শুক্রবার বিশ্বজুড়ে পালিত হল আন্তর্জাতিক রেড বুক ডে।

১৮৪৮ সালের ২১ ফেব্রুয়ারিতেই প্রথম প্রকাশিত হয়েছিল শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার বজ্রঘোষণা ‘কমিউনিস্ট ম‍্যানিফেস্টো’। তারপরই সারা বিশ্বে প্রায় সমস্ত ভাষায় অনুবাদ হয় এই ইশতেহার। কমিউনিস্ট ইশতেহারের ১৭২ বছর উপলক্ষে দুনিয়ার বিভিন্ন প্রান্তে মানুষ পাঠ করে এই ইশতেহার। নানা ঘাত-প্রতিঘাতের মধ্যেই এই মতাদর্শের ব‍্যাপ্তি ঘটেছে এতটাই যে এই মুহূর্তে বিশ্বে ‘বাইবেল’-এর পরেই সবচেয়ে বেশি ভাষায়, সর্বাধিক মুদ্রিত ও পঠিত পুস্তকের নামও ‘কমিউনিস্ট ইশতেহার’-ই।

শুক্রবার নয়াদিল্লিতে সিপিআই(এম)-র কেন্দ্রীয় কমিটির দপ্তর একে গোপালন ভবনে রেড বুক ডে উপলক্ষে কমিউনিস্ট ইশতেহার নিয়ে আলোচনা করেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বর্তমান পরিস্থিতিতে কতটা তাৎপর্যপূর্ণ এই কমিউনিষ্ট ইশতেহার তাও ব্যাখা করেন তিনি। বামফ্রন্ট চেয়ারম্যান ও পলিট ব্যুরো সদস্য বিমান বসু নিজের মাতৃ ভাষা বাংলায় পাঠ করেন এই ইশতেহার। এদিন কলকাতায় মহাবোধি সোসাইটি হলে ন্যাশনাল বুক এজেন্সি (এনবিএ)-র উদ্যোগে পালিত হয় রেড বুক ডে। ‘আজকের দিনে কমিউনিস্ট ইশতেহারের প্রাসঙ্গিকতা’ নিয়ে আলোচনা করেন সিপিআই(এম) নেতা গৌতম দেব।

Spread the word

Leave a Reply