Police Atrocity: Kolkata!

আবারও পুলিশের বর্বরতা।

আইন অমান্য কিংবা কোনরকম বিক্ষোভের আহ্বান ছিল না।

ছিল না কোন মিছিলের কিংবা অভিযানের ডাক।

আনিস খানের খুনের প্রতিবাদে নেত্রীসহ ১৬ জন জেলবন্দির মুক্তিতে ডাকা হয়েছিল সংবর্ধনা।

মাধ্যমিকের কথা ভেবে, পরীক্ষার শুরুর অনেক পরে।

বিনা প্ররোচনায় ছাত্র-যুবদের সেই ভিড়েও বেপরোয়া হামলা চালালো পুলিশ। চললো নির্বিচারে লাঠি।  

রাসবিহারী মোড় থেকে গ্রেপ্তার করা হল ময়ূখ বিশ্বাস, সৃজন ভট্টাচার্য সহ আরও অনেক ছাত্র-যুবদের।

চলন্ত গাড়ি, বাইক থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে।

এসএফআই রাজ্য কমিটি সদস্য রৌদ্রশেখর মজুমদার।

সকালে রক্তদান করে রাসবিহারী মোড়ে এসেছিলেন মীনাক্ষী মজুমদার’কে অভিনন্দন জানাতে।

চায়ের দোকান থেকে তুলে নির্মমভাবে মেরে রৌদ্রশেখর’কেও আটক করেছে পুলিশ।

রৌদ্রশেখর মজুমদার

এসএফ আই রাজ্য সভাপতি প্রতিকুর রহমান জানিয়েছেন, ‘আমরা পরিষ্কার ভাবে বলছি আজ যদি ওদের ছাড়া না হয়, কাল থেকে গোটা কলকাতা সহ বাংলা অচল করে দেবো। এটা হুশিয়ারি ভাবলে তাই, দাবি ভাবলে তাই, অনুরোধ ভাবলেও তাই। এই ভাবে আনিসের খুনী দের আড়াল করতে পারবেন না, আমরা রাস্তাতেই বুঝে নেবো’।

Spread the word

Leave a Reply