কিংবদন্তি জননেতা জ্যোতিবসু’র জন্মদিবসে রক্তদান শিবির…

৮ জুলাই ,২০২০
ওয়েবডেস্কের প্রতিবেদন


কিংবদন্তি জননেতা জ্যোতিবসুকে স্মরণ করে দক্ষিণ ২৪পরগণা জেলার মথুরাপুরে ১২৩১ জন রক্ত দিলেন।
মথুরাপুর ১ ব্লকে ১০ অঞ্চলে ও মথুরাপুর ২ ব্লকে ১১টি অঞ্চল মিলিয়ে একইদিনে মোট ২১ টি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সিপিআই(এম) মথুরাপুর ১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবির গুলিতে ৪৮৩ জন মহিলা সহ মোট ১২৩১ জন রক্তদান করেন। শিবির গুলিতে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা কান্তি গাঙ্গুলি।




ঐদিন সিপিআই(এম) মধ্য যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে দীপা রায় ভবনে আয়োজিত রক্তদান শিবিরে ৩৫জন রক্ত দান করেন। শিবিরে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এছাড়াও নাট্যকার চন্দন সেন ও অভিনেতা দেবদূত ঘোষ উপস্থিত ছিলেন।



সিপিআইএম ডায়মন্ডহারবার ২ এরিয়া কমিটির উদ্যোগে সরিষায় আয়োজিত রক্তদান শিবিরে ৭০ জন রক্ত দান করেন।
এদিন বামপন্থী ছাত্র সংগঠন SFI এর মগড়াহাট লোকাল কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ৬০ জন রক্তদান করেন। উক্ত রক্তদান শিবিরে সংগঠনের রাজ্য সভাপতি ও পার্টির রাজ্য সভাপতি প্রতিকুর রহমান উপস্থিত ছিলেন।

Spread the word

Leave a Reply