কী হচ্ছে বেলারুশে – শান্তনু দে …

১. বেলারুশে নয়া উদার সমাবেশ নিয়ে একপেশে প্রচার চালিয়ে যাচ্ছে কর্পোরেট মিডিয়া। ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। নিকটতম প্রতিদ্বন্দ্বী সভেৎলানা তিখানোভস্কায়া পেয়েছেন ১০ শতাংশ ভোট। তারপর থেকেই নির্বাচনে জালিয়াতির অভিযোগে রাজধানী মিনস্কে চলছে বিক্ষোভ। আর ‘কালার রেভেলিউশনের’ ছকে বিভোর কর্পোরেট মিডিয়া।
২. স্বাভাবিক। বেলারুশই একমাত্র সাবেক সোভিয়েত সাধারণতন্ত্র, যারা এখনও সাফল্যের সঙ্গে বেসরকারিকরণকে খারিজ করে চলেছে।
৩. বেলারুশে মাথাপিছু জিডিপি রাশিয়া এবং ইউক্রেনের দ্বিগুণ। সামাজিক অসাম্য ইউরোপীয় ইউনিয়নের যে কোনও দেশের চেয়ে কম।
৪. সোভিয়েত ইউনিয়নের সময়ের বহু সমাজতান্ত্রিক নীতি এখনও চালু রয়েছে। সাবেক সোভিয়েতের প্রতীক ও মূর্তিগুলিকে সংরক্ষণ করে চলেছে। এখানে এখনও কেজিবি আছে।
৫. ১৯৯৬, বেলারুশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রতিষ্ঠার পর থেকেই সমর্থন জানিয়ে আসছে লুকাশেঙ্কোকে। এবারে সিপিবি বলেছে, তাঁর এই পুনর্নির্বাচন ‘১৯৯৪-তে তিনি ক্ষমতায় আসার পর থেকে সাধারণতন্ত্রের যে অর্থনৈতিক বিকাশ হয়েছে, তার স্বাভাবিক ফল।’
৬. ডব্লিউএফটিইউ অনুমোদিত ফেডারেশন অব ট্রেড ইউনিয়নস অব বেলারুশ লুকাশেঙ্কোর পাশে দাঁড়িয়েছে। ডব্লিউএফটিইউ বেলারুশের শ্রমিকশ্রেণি ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে।
৭. পোল্যান্ডের কমিউনিস্ট পার্টি লুকাশেঙ্কোর পুনর্নির্বাচনকে সমর্থনের সঙ্গেই জানিয়েছে সংহতি। রাশিয়ার কমিউনিস্ট পার্টি বলেছে, যে শক্তি রাশিয়া ও ইউক্রেনের জনগণের ঐক্য ভাঙতে চাইছে, তারাই রাশিয়া ও বেলারুশের জনগণের ঐক্য ভাঙতে চাইছে।
৮. বিরোধীদের হাতে সাদা-লাল-সাদা ঝান্ডা। ১৯৪০’র দশকের গোড়ায় যা ব্যবহার করত নাৎসী-সহযোগীরা। নাৎসী দখলদাররা ‘আর্মব্যান্ড’ হিসেবে তাদের উর্দির সঙ্গে এটা পরত। নয়ের দশকের গোড়ায় সোভিয়েত-বিরোধী প্রতিবিপ্লবীদের প্রতীক ছিল এই পতাকা।
৯. পশ্চিমী মুক্ত-বাজারপন্থী কমিউনিস্ট-বিদ্বেষী ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি (এনইডি) দীর্ঘদিন ধরেই লুকাশেঙ্কোর বিরোধীদের আর্থিক সাহায্য করে আসছে। ২০০০ সালে একবার ‘কালার রেভেলিউশন’ করতে গিয়ে ব্যর্থ হয়। গত বছর তারা বেলারুশে ৩৪টি প্রকল্প ও সংগঠনকে সাহায্য করেছে।
১০. নির্বাচনের পরেই বিরোধী নেত্রী সভেৎলানা তিখানোভস্কায়া ছুটে যান লিথুয়ানিয়ায়। ২৫ আগস্ট বৈঠক করেন মার্কিন বিদেশদপ্তরের ডেপুটি সচিব স্টিফেন বিগানের সঙ্গে। নিষেধাজ্ঞা জারি করা নিয়ে আলোচনা করেন। সপ্তাহখানেক আগে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের ফলকে অস্বীকার করে নিষেধাজ্ঞা জারি করেছে।
১১. মার্কিন যুক্তরাষ্ট্র এবং কমিউনিস্ট-বিদ্বেষী বিরোধীরা সামাজিক সুফলগুলিকে গুঁডিয়ে দিতে চাইছে। লুকাসেঙ্কো ও তাঁর সমর্থকরা সেগুলিকে রক্ষা করতে এককাট্টা।

লুকাশেঙ্কোর সমর্থক ও কমিউনিস্ট পার্টির সমাবেশ
Spread the word

Leave a Reply