দেশ ও রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে ,প্রতিবাদ কর্মসূচি....

৪ অক্টোবর ২০২০ ,রবিবার
ওয়েবডেস্কের প্রতিবেদন

উত্তর প্রদেশের হাথরস এবং পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্র-যুব- মহিলা, কৃষক-শ্রমিক-খেতমজুর সহ বিভিন্ন গণসংগঠনের আহ্বানে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল ,প্রতিবাদ সভা সংগঠিত হয়।

উত্তর ২৪ পরগণা জেলার শ্যামনগর এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন সোমনাথ সরকার।খরদহ- টিটাগড় ,অশোক নগর স্টেশন , দমদম প্রভৃতি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

পূর্ব মেদিনীপুরের খেজুরির বাজারে বিক্ষোভ মিছিল হয়। পার্টির নেতা হিমাংশু দাসের নেতৃত্বে। হুগলীর শ্রীরামপুর, পাণ্ডুয়া, খানাকুল, প্রভৃতি জায়গায় ছাত্র - যুবরা প্রতিবাদে সামিল হয়। নদীয়া জেলার চাকদহে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় । পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর , ফরিদপুর, গোলসি বাজার এলাকায় একই ভাবে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তর দিনাজপুর জেলায় ডালখোলায় ছাত্রদের উদ্যোগে পথ অবরোধ করা হয়। আলিপুরদুয়ার সদরে কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ করা হয়।


শেয়ার করুন

উত্তর দিন